এমন ম্যাচ হয়তো ভুলে যেতে চাইবে বাংলাদেশ দল। কেননা ১৯১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমেও জিততে পারেনি টাইগাররা। গুটিয়ে গেছে মাত্র ১০৯ রান সংগ্রহ করেই। এতে এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারালো মেহেদী হাসান মিরাজের দল। আর পরাজয়ের রাতে একাধিক বিব্রতকর রেকর্ড গড়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ওয়ানডে ইতিহাসে ২১ ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে এর আগে কখনো এত কম রান এক ইনিংসে সংগ্রহ করে নিয়ে বাংলাদেশ দল। অর্থাৎ আফগানদের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন ১০৯ রান করার বিব্রতকর রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে ২০১৮ সালে একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন ১১৯ রান সংগ্রহ করেছিল টাইগাররা। শুধু তাই নয় আবুধাবির ইতিহাসে সর্বনিম্ন রান তাড়া করেও জিততে না পারার লজ্জাজনক রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার...