নিজস্ব প্রতিবেদক : ভাবুন তো, কোনো গ্রামে গিয়ে শুধু বসবাস করলেই যদি আপনাকে ২৭ লাখ টাকার বেশি দেওয়া হয়—কী অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? অথচ এমনই এক সুযোগ দিচ্ছে ইউরোপের দেশ ইতালি। দেশটির তুসকানি অঞ্চলের ছোট্ট শহর রাদিকনদোলিতে নতুন বাসিন্দা হয়ে বসবাস শুরু করলেই মিলছে প্রায় ২৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা। একসময় প্রায় ৩,০০০ জনের বসতির শহর রাদিকনদোলিতে এখন বাস করছে মাত্র ৯৬৬ জন। শহরটিতে প্রায় ৪৫০টি বাড়ির মধ্যে ১০০টি বাড়িই ফাঁকা। জনসংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসন এ অভিনব উদ্যোগ নিয়েছে। ২০২৩ সালে চালু হওয়া এ কর্মসূচিতে বলা হয়েছে:কেউ যদি শহরের কোনো খালি বাড়ি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, তবে তিনি পাবেন ২৩,০০০ ডলার অনুদান। বাড়ি কেনা ছাড়াও পরিবহন ও অন্যান্য খরচ বাবদ আরও ৬,০০০ ইউরো...