বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৫ সালের প্রতিপাদ্য হলো- ‘স্বপ্নের শক্তি’ (The power of dreams)। ১৯৯৬ সালের ১২ অক্টোবর বিশ্ব আর্থ্রাইটিস দিবস (WAD) পালন করে ‘আর্থ্রাইটিস অ্যান্ড রিউম্যাটিজম ইন্টারন্যাশনাল (ARI)’ নামক একটি সংগঠন। এরপর থেকে আর্থ্রাইটিস ফাউন্ডেশনের মতো অনেক সংস্থা ও সংগঠন বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন জাতীগোষ্ঠীকে সহায়তা এবং গবেষণা গবেষণামূলক কাজ চালিয়ে...