পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। তালেবান যোদ্ধারা পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালানোর পর গতকাল শনিবার গোলাগুলির ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আফগানিস্তানের তালেবান যোদ্ধারা দুটি পাকিস্তানি সীমান্ত চৌকি দখল করার দাবি জানিয়েছে। এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, সীমান্তের অন্তত পাঁচটি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তাদের বাহিনী পাল্টা জবাব দিচ্ছে। এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল। ইসলামাবাদ বিমান হামলার অভিযোগ স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি। তবে আফগানিস্তানকে আহ্বান জানিয়েছে ‘পাকিস্তানবিরোধী সন্ত্রাসী সংগঠন’ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দেওয়া বন্ধ করতে। এরপর শনিবার গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তজুড়ে তীব্র সংঘর্ষ...