একজন মুমিনের কাছে ইমানই সবচেয়ে মূল্যবান সম্পদ। ইমান লাভ করা একটি অতুলনীয় সৌভাগ্যের বিষয়।রসুলুুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ বলবে আর এর ওপর তার মৃত্যু হবে, সে জান্নাতে যাবে’ (সহিহ বুখারি)। ইমানের প্রথম অংশ হলো, ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক ও অদ্বিতীয়। তিনি একক, তাঁর কোনো অংশীদার নেই। ইমানের দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রসুলুল্লাহ। মুহাম্মদ (সা.) আল্লাহর রসুল। তিনি সর্বশেষ নবী। মানবজাতির হেদায়েতের জন্য তাঁকে প্রেরণ করা হয়েছে। তাঁর আনীত বিধিবিধান সবাইকে মানতে হবে। এ কথা স্বীকার করা, মনেপ্রাণে বিশ্বাস করা ও এ অনুসারে আমল করা হলো বাস্তব ইমান। ইমানের ওপরই মানুষের ইহ ও পরকালীন জীবনের ব্যর্থতা ও সফলতা নির্ভর করে। ইমানহীন আমলের কোনো মূল্য নেই। আল্লাহ ঘোষণা করেন, ‘শপথ সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু...