বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুই পর্বের সাক্ষাৎকার গত কয়েক দিন ধরে আলোচনার বিষয়বস্তু। দেশের সব সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যম যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার করেছে সাক্ষাৎকারের বিবরণ।গণমাধ্যমগুলো বিশেষ করে টিভি চ্যানেলগুলো তাঁর সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন প্রধান শিরোনাম হিসেবে প্রচার করেছে। এ সময় প্রায় সব টিভি টক শোতে তারেক রহমানের সাক্ষাৎকারই ছিল আলোচনার মূল বিষয়। রাজনৈতিক বিশ্লেষকসহ বিভিন্ন দলের নেতারা তাঁর সাক্ষাৎকারের নানা দিক ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। মোটা দাগে বলা যায়, তারেক রহমান চৌকশভাবে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। তাঁর বক্তব্য ছিল সুচিন্তিত, সুচারু ও যথেষ্ট গোছানো। কোথাও বাড়তি কথা বলেননি। কোনো প্রশ্নের জবাবে তিনি বাড়তি প্রতিক্রিয়া দেখাননি। তাঁর বক্তব্যে পরিমিতিবোধের প্রকাশ ঘটেছে। দীর্ঘ সাক্ষাৎকারে তারেক রহমান দেশে ফিরে আসা, নির্বাচনে অংশ নেওয়া, গণ আন্দোলনের মাস্টারমাইন্ড, সুদীর্ঘ সময়...