যুক্তরাজ্য সফরের সময় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছিলেন, তিনি প্রায় ৮ হাজার কিলোমিটার (৪ হাজার ৯৭০ মাইল) দূরের একটি জায়গার দিকে নজর রাখছেন, যা একসময় তাঁর দেশের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সেটি হচ্ছে আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা ঘাঁটিটি (তালেবানকে) বিনা মূল্যে দিয়ে দিয়েছিলাম। আমরা ওই ঘাঁটি ফেরত চাই।’ এর দুই দিন পর আবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করে ট্রাম্প লিখেছেন, ‘যারা বাগরাম বিমানঘাঁটি তৈরি করেছিল, সেই যুক্তরাষ্ট্রকে যদি আফগানিস্তান এটি ফেরত না দেয়, তাহলে খুব খারাপ কিছু ঘটতে পারে।’ তালেবান প্রত্যাশিতভাবেই এ দাবিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং জোর দিয়ে বলেছে, ‘কোনো পরিস্থিতিতেই’ আফগানরা এ ঘাঁটি কোনো তৃতীয় দেশের হাতে তুলে দেবে না। ২০২১ সালের আগস্টে কাবুল দখলের...