গত বছর আবাহনীতে খেলা এক ক্রিকেটারও আছেন অনিশ্চয়তায়। ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন ক্লাবে খেলবেন, সেটি সাধারণত আগেই ঠিক হয়ে যায়। কিন্তু লিগের মাস চারেক বাকি থাকলেও এবার বেশির ভাগ ক্রিকেটারের সঙ্গেই যোগাযোগ করেনি কোনো ক্লাব। যাঁরা আগে প্রতিশ্রুতি পেয়েছিলেন, তাঁরাও পড়েছেন অনিশ্চয়তায়। বিসিবির নির্বাচনের জেরে কি তাহলে ক্রিকেটই জিম্মি হচ্ছে! বাংলাদেশের ক্রিকেটারদের আয়ের বড় উৎস ঢাকার লিগগুলো। সে কারণেই তাঁদের দুশ্চিন্তাটা বেশি। গত মৌসুমে আবাহনীতে খেলা আরেক ক্রিকেটারের এবার ক্লাব বদলানোর কথা ছিল। কিন্তু লিগ নিয়ে অনিশ্চয়তায় তাঁর কণ্ঠেও ক্ষোভ, ‘ক্রিকেটারদের জন্য একটা পঞ্জিকাবর্ষ থাকবে। সেই অনুযায়ী ঘরোয়া ক্রিকেট হবে। এর মধ্যে বিসিবি নির্বাচন হোক বা জাতীয় নির্বাচন, সেটার রেষারেষির জন্য আমাদের ক্রিকেট কেন বন্ধ হয়ে যাবে?’ ক্লাবগুলোর লিগ বয়কটের হুমকিতে বিরক্ত এক যুগেরও বেশি সময় ধরে ঘরোয়া লিগে...