নিজস্ব প্রতিবেদক : দেশের রফতানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত তৈরি পোশাক শিল্প বর্তমানে বহুমুখী চ্যালেঞ্জের মুখে। আগস্ট ও সেপ্টেম্বর—টানা দুই মাস রফতানি আয়ের নেতিবাচক প্রবৃদ্ধির ফলে খাতটিতে দেখা দিয়েছে মন্দা। কমছে ক্রয়াদেশ, বাড়ছে আন্তর্জাতিক শুল্কের চাপ। এরইমধ্যে তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ায় উৎপাদকরা পড়েছেন বড় সংকটে। এই অবস্থায় পোশাক প্রস্তুতকারকদের উদ্দেশে মূল্যছাড় না দেয়ার পরামর্শ দিয়েছে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। অন্যদিকে, বিকল্প রফতানি বাজার তৈরির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। গত সেপ্টেম্বর মাসে দেশের রফতানি আয় দাঁড়িয়েছে ৩৬২ কোটি ৭৫ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৬১% কম। শুধু তৈরি পোশাক খাতেই আয় কমেছে ৫.৬৬%। এর আগের মাস অগাস্টে কমেছে ৪.৭৫%। তবে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবৃদ্ধি ছিল প্রায় ২৫%, যার প্রভাবে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খাতটি...