ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে অবশেষে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনের বরাতে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) পর্যন্ত গাজার সিটির শেজাইয়া, আল তুফাহ এবং জেইতুন এলাকা, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্বাংশ এবং দক্ষিণাংশ থেকে সেনা প্রত্যাহার করা হয়। এদিকে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করলে নিজ বাসভূমিতে ফিরতে শুরু করেছে গাজার ফিলিস্থিনিরা। শনিবার সন্ধ্যা পর্যন্ত কয়েক লাখ ফিলিস্তিনি অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজেদের...