জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ২৫ অক্টোবর। কিন্তু এখনও নিশ্চিত নয় আট দলের লিগে অভিষেক হবে নতুন দল ময়মনসিংহের, নাকি রয়ে যাবে পুরনো দল ঢাকা মেট্রো। গত আগস্টে আগের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, দেশের প্রধান চার দিনের ম্যাচের আসরে ঢাকা মেট্রো দলকে বিলুপ্ত করে যুক্ত করা হবে ময়মনসিংহ বিভাগকে। পরে সেটি অনুমোদনও পায়। কিন্তু এরপরই ঢাকা মেট্রোর ক্রিকেটারদের দাবি ওঠে, এই দলকে যেন বাদ না দেওয়া হয়। নিজেদের দাবি নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনাও করেন তার। সেই দাবি ঘিরেই তৈরি হয় অনিশ্চয়তা। ওই ক্রিকেটারদের দাবি ছিল, ঢাকা মেট্রোকে রেখেই প্রয়োজনে দল বাড়িয়ে ময়মনিসংহে সুযোগ দেওয়া হোক। বিসিবির নির্বাচনের পর টুর্নামেন্ট কমিটির কাছ থেকে পাওয়া খবর, বিষয়টি এখন পরবর্তী বোর্ড সভার সিদ্ধান্তের অপেক্ষায়। বিভাগ হিসেবে প্রতিষ্ঠার...