১৯৬৭ থেকে ১৯৭২—আন্দোলন আর সংগ্রামের উত্তপ্ত সেই সময়টাতে আমি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্বাধীনতার পর অনার্স পাস করে মাস্টার্সে ভর্তি হই। পদার্থবিজ্ঞান বিভাগে আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন মুহাম্মদ শামসুল ইসলাম। ইসলাম স্যার তাঁর কসমিক রশ্মি ল্যাবে আমাকে থিসিস করার সুযোগ দেন। আমি তখন অনেক কিছুর সঙ্গে জড়িত ছিলাম। রাজনীতি করতাম—ছিলাম ডাকসুর নির্বাচিত সম্পাদক। দৈনিক পূর্বদেশে খণ্ডকালীন সাংবাদিকতা করতাম। সাহিত্য নিয়েও অনেক সময় কাটাতাম। ইসলাম স্যারের কসমিক রশ্মি ল্যাবে তখন আমাদের সিনিয়র আরেকজন ছাত্র কাজ করতেন, আনিস সাবেত। তাঁর তখনকার ইচ্ছা ছিল বিদেশে একটা বৃত্তি নিয়ে পদার্থবিজ্ঞানে পড়তে যাওয়া, আর ভবিষ্যৎ ইচ্ছা ছিল ভালো একজন চিত্রপরিচালক হওয়া। চলচ্চিত্র নিয়ে তিনি অনেক পড়াশোনা করতেন। যাঁরা হুমায়ুন আহমেদের বলপয়েন্ট বইটা পড়েছেন, তাঁরা আনিস ভাইকে ভালোভাবে জানেন। তিনি শুধু নিজেই স্বপ্ন দেখেননি, হুমায়ুন...