কারাকাসে অবস্থিত ইরানের দূতাবাস ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত হিসেবে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণাকে “শান্তি ধারণার উপহাস” বলে আখ্যা দিয়েছে। শনিবার (১১ অক্টোবর) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ইরানি দূতাবাস লিখেছে, “যে ব্যক্তি গাজায় গণহত্যাকে ন্যায্যতা দেয় এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে বিদেশি সামরিক আগ্রাসনের আহ্বান জানায়, তাকে ‘শান্তি’ পুরস্কার দেওয়া পশ্চিমাদের বিভাজনমূলক ও হস্তক্ষেপমূলক মানসিকতার আরেকটি নিদর্শন।” দূতাবাস আরও জানায়, এই সিদ্ধান্ত “শান্তি” ধারণাকেই উপহাসের পাত্রে পরিণত করেছে। গত শুক্রবার নোবেল কমিটি মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে, তার “ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা”র স্বীকৃতি হিসেবে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে, কারণ মাচাদো প্রকাশ্যে ইসরায়েলি দখলদার সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চরম ডানপন্থি সরকারের...