১৭ অক্টোবর জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করার কথা। কিন্তু শেষ পর্যন্ত এ সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে কি না সংশয় রয়েছে।দীর্ঘ এক বছর ধরে আলোচনার পরও ঐকমত্য কমিশন দলগুলোকে এক ছাতার নিচে আনতে পারেনি। এর মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই জাতীয় সনদ ২০২৫ আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে। স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন দল ও জোটের প্রতিনিধি অংশ নেবেন। জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ের সভাকক্ষে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এ পরিস্থিতিতে গোটা বাংলাদেশ এখন প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে। তাঁর নেতৃত্ব এবং...