যুক্তরাষ্ট্রে গুগল সিকিউরিটি কনসালট্যান্ট ইন্টার্নশিপ ২০২৬–এ আবেদন শুরু হয়েছে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা কোনো কারিগরি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগের পাশাপাশি শিক্ষার্থীরা হাতে–কলমে অভিজ্ঞতা অর্জন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। এ সময়ে তাঁরা ক্লায়েন্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করে বিভিন্ন নিরাপত্তা–সংক্রান্ত সমস্যা সমাধানেও যুক্ত হবেন। গুগল সিকিউরিটি কনসালট্যান্ট ইন্টার্নশিপটি পূর্ণকালীন ও ১২ সপ্তাহের। গুগলের ইন্টার্নশিপে সাইবার সিকিউরিটি প্রোগ্রাম উন্নয়ন ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি দিকনির্দেশনা পাওয়া যাবে। এ ছাড়া গুগলের বৈচিত্র্যময় দলে কাজ করার অভিজ্ঞতাও হবে বড় একটি সুযোগ। –কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন সিকিউরিটি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত হতে হবে। –পেশাদার সাইবার সিকিউরিটি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। –যুক্তরাষ্ট্রে বর্তমানে কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি থাকলে তা অগ্রাধিকারযোগ্য...