রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের উদ্যোগে ‘নির্বাচনী বিতর্ক’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে আয়োজিত বিতর্কে সহসভাপতি (ভিপি) প্রার্থীরা অংশ নেন।রাকসু প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী বিতর্কের উদ্বোধন করেন। রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের (আরইউডিএফ) সহযোগিতায় এ বিতর্কের আয়োজন করে রাকসু নির্বাচন কমিশন।বিতর্কের প্রথম সেশনে রাকসুর ৯ জন ভিপি পদপ্রার্থী অংশ নেন। চারটি ধাপে অনুষ্ঠিত হয় পর্বের প্রথম ধাপে প্রার্থীরা নির্বাচিত হলে কী করবেন, তা উপস্থাপন করেন। দ্বিতীয় ধাপে তিনটি নির্ধারিত প্রশ্নের উত্তর দেন, তৃতীয় ধাপে শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব হয় এবং সবশেষে কনক্লুশন পর্বের মাধ্যমে সেশন শেষ হয়। পরবর্তী সেশনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থীদের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়।ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি...