রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে পুলিশের ওপর হামলা ও হেনস্তার ঘটনা প্রায়ই দেখা গিয়েছিল। রাজনৈতিক হুমকি, আওয়ামী ট্যাগ দিয়ে আক্রমণও করা হয় পুলিশ সদস্যদের। সরকার পতনের এক বছরের অধিক সময় পার হলেও হামলা, হেনস্তা ও আক্রমণ থেকে বের হতে পারেনি পুলিশ। মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা এখনো হুমকি-ধমকির শিকার হচ্ছেন। পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, শটগান, ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনাও দেখা গেছে। চাঁদাবাজদের ধরতে গিয়ে তারা উল্টো হেনস্তার শিকার হচ্ছেন, মারধরেরও ঘটনা ঘটছে। এতে আরও ভেঙে পড়ছে পুলিশের মনোবল। অবশ্য পুলিশের মনোবল ফেরাতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে সেগুলোর কোনোটাই এখন পর্যন্ত তেমন কার্যকর দেখা যায়নি। অপরাধ বিশেজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে আগামী নির্বাচনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর নিয়মিত এমন হামলার ঘটনা রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্যও হুমকি।...