ফিলিস্তিনের গাজায় দুই বছর পর যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে থামল ইসরায়েলের নৃশংসতা। বন্ধ হয়েছে নির্বিচার হামলা। আসতে শুরু করেছে ত্রাণ। ধ্বংসস্তূপ হলেও নিজভূমে ফিরতে পারছেন কয়েক দফায় বাস্তুচ্যুতরা। উপত্যকাটির বাসিন্দাদের মধ্যে এখন এটিই কিছুটা স্বস্তি দিচ্ছে। ইসরায়েলিদের মধ্যেও আনন্দের রেশটা কম নয়। সমঝোতা অনুযায়ী সোমবার নাগাদ মুক্তি পাচ্ছেন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিরা। দীর্ঘ প্রতীক্ষার পর তারা মিলিত হতে যাচ্ছেন স্বজনদের সঙ্গে। ইসরায়েল ও হামাসের মধ্যে এ যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হওয়ায় যেমন স্বস্তি, আশাবাদ আছে, তেমনি নানা ঝুঁকিও রয়ে গেছে। বিরোধ নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে— হামাস অস্ত্র সমর্পণ করবে কি না, ইসরায়েল দখলদারিত্ব থামবে কি না। এ অবস্থায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অনেকটাই ঝুঁকির মুখে পড়েছে। এরপরও সমঝোতার চেষ্টা চলছে। এসব নিয়ে বিস্তারিত লিখেছেন হুমায়ূন কবিরইসরায়েল ও হামাসের...