এদিকে আর্টসেল চলতি অক্টোবরে অস্ট্রেলিয়া কনসার্ট করতে যাচ্ছে। সেখানে মেলবোর্নে (২৫ অক্টোবর), তাসমানিয়া (২৬ অক্টোবর), সিডনি (১ নভেম্বর) ও অ্যাডিলেডে (৭ নভেম্বর) পারফর্ম করবেন ফয়সাল-সাজুরা। আর শিরোনামহীনেরও এ বছর মিক্সটেপের আয়োজনে কানাডার টরন্টোতে কনসার্ট করার কথা রয়েছে।বর্তমানে যুক্তরাষ্ট্রে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে দলছুট ব্যান্ড। সেখানে বাপ্পা মজুমদারদের সেপ্টেম্বর থেকে শো শুরু হয়, যা শেষ হবে এ মাসের শেষের দিকে। দেশটিতে এরই মধ্যে ব্যান্ড অ্যাশেজ নিজেদের ব্যস্ততা শেষ করেছে। ইভান-বিজয়রা সেখানে নিউইয়র্কের টাইমস স্কয়ার ও কুইন্স থিয়েটারে কনসার্ট করেছেন।সংগীতবোদ্ধাদের মতে, দেশের বাইরে এ ব্যস্ততা একদিকে যেমন ব্যান্ডগুলোর পেশাদার সাফল্যের প্রমাণ, অন্যদিকে এটি বাংলাদেশের সংগীত সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরছে। আগামীতে আরও ব্যান্ড যুক্ত হবে এই বিশ্বভ্রমণের তালিকায়—এমনই আশা অনেক ব্যান্ড শিল্পীর।তবে বিদেশে কনসার্ট বাড়লেও দেশে অনেকটাই কমে গেছে আয়োজনগুলো।...