দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এ সময় ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে ১০ হাজার ৭৬৮ কোটি ৩৬ লাখ টাকা।গতকাল শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩২ দশমিক ৭ পয়েন্ট বা ২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৪৮ দশমিক ৮০ পয়েন্ট বা ২ দশমিক ৩৪ শতাংশ কমে ২ হাজার ৩৩ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৩৭ দশমিক ৭১ পয়েন্ট বা ৩ দশমিক ২২ শতাংশ কমে ১ হাজার ১৩৪ পয়েন্টে নেমেছে। তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সূচক ডিএসএমইএক্স (এসএমই...