বাংলাদেশ ক্রিকেট দল সাম্প্রতিক সময়ে একের পর এক ব্যাটিং ব্যর্থতার কারণে কঠোর সমালোচনার মুখে পড়েছে। আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে পরাজয়ের মাধ্যমে আবারও স্পষ্ট হয়েছে, টেকনিক্যাল বা মানসিক—দুটো দিকেই দলের দুর্বলতা কতটা গভীর। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আফগানদের কাছে ৮১ রানের করুণ হারে বাংলাদেশ শুধু সিরিজই হারায়নি, বরং নিজের সাম্প্রতিক ওয়ানডে ইতিহাসে টানা চতুর্থ সিরিজ হারের লজ্জাজনক রেকর্ডও গড়েছে। রশিদ খানের ঘূর্ণিতে ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ আফগান স্পিনার রশিদ খান যেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপের জন্য এক আতঙ্কের নাম। প্রথম ম্যাচে তিন উইকেট নিয়ে তিনি শুরু করেছিলেন দাপটের গল্প, দ্বিতীয় ম্যাচে সেই গল্প পরিণতি পেয়েছে এক বিধ্বংসী বাস্তবতায়—৫ উইকেট। তার ঘূর্ণি, গতি পরিবর্তন, এবং নিখুঁত লেন্থ—সবকিছুই যেন বাংলাদেশের ব্যাটসম্যানদের চোখে অদৃশ্য রহস্য। রশিদ খানকে খেলতে গিয়ে বাংলাদেশের ব্যাটাররা একের পর এক হাল...