গাজায় যুদ্ধবিরতিকে মহান দিন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ কূটনৈতিক বিজয় হিসেবেও দেখছেন তিনি। তবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে সরকার টেকানো নিয়ে চাপে পড়েছে নেতানিয়াহু সরকার। কারণ গাজা দখল, ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং সেখানে ইহুদি বসতি স্থাপনের যে স্বপ্ন ছিল কট্টর ইসরায়েলিদের, তা এই চুক্তির ফলে ভেঙে যাবে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে বেশিরভাগ ইসরায়েলি সমর্থন করলেও নেতানিয়াহুর চরম ডানপন্থি জোটসঙ্গীরা তীব্র আপত্তি জানিয়েছেন। তারা সরাসরি তাদের অসন্তোষের কথা জানিয়েছেন।এর ফলে নেতানিয়াহুর জন্য বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে। এর আগে তার বিরুদ্ধে চরম ডানপন্থি রাজনৈতিক মিত্রদের তুষ্ট রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে। এখন যুদ্ধবিরতি চুক্তির ফলে চরম ডানপন্থিদের সমর্থন হারাতে পারেন তিনি।শুক্রবার যখন ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির প্রস্তাব সহজেই পাস হয়, তখনো এর বিরোধিতা করেছে...