নাইম ইরহিম তার অস্থায়ী তাঁবু গাড়িতে তুলে নিয়ে বলেন, ‘আমি গাজা সিটি যাচ্ছি, যদিও সেখানে জীবনের কোনো ব্যবস্থা নেই—কোনো অবকাঠামো নেই, খাবার পানি নেই। সবকিছুই অত্যন্ত কঠিন, সত্যি কঠিন, কিন্তু আমাদের ফিরে যেতে হবে।’আরেকজন বাসিন্দা মরিয়ম আবু জাবাল বলেন, ‘আমরা অজানা গন্তব্যে ফিরেছি, আর আমরা জানি না আমাদের বাড়ি এখনো আছে কি না। আমরা সৃষ্টিকর্তার কাছে আশা করছি, আমাদের বাড়ি এখনো দাঁড়িয়ে আছে।’আহমেদ আল-ব্রিম নামে একজন বলেন, ‘আমরা আমাদের এলাকায় গিয়েছিলাম। সেটি নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা এর পরে কোথায় যাব জানি না। আমরা আসবাবপত্র, বা কাপড়, এমনকি শীতের কাপড়ও কিছু উদ্ধার করতে পারিনি। কিছুই অবশিষ্ট নেই। তবে যুদ্ধ বন্ধ হওয়ায় আমরা খুশি।’টিকে থাকার অদম্য ইচ্ছা: অবিরাম বোমাবর্ষণে গাজা সিটির প্রায় কিছুই অবশিষ্ট নেই; কোনো কার্যকরী অবকাঠামো, পরিষ্কার পানি বা বিদ্যুৎ...