নির্বাহী পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম বলেছেন, ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী থাকা অবস্থায় প্রধানত মানসিক নির্যাতন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর দৃক পাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। ওই দিন ভোরে ইসরায়েলের আটক থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন তিনি। শহিদুল আলম বলেছেন, আটক করে জাহাজ থেকে নামানোর পর তাদের ওপর শারীরিক ও মানসিক নানা নির্যাতন করা হয়েছিল। “তাদের হাত পেছনে বেঁধে হাঁটুমুড়ে বসানো হয়েছিল—ওই স্থানে ইসরায়ি সৈন্যরা আগে থেকে মূত্রত্যাগও করেছিল,” তিনি জানিয়েছেন। এরপর তার বাংলাদেশি পাসপোর্ট বহুবার ফেলে দেয়া হয়; পাসপোর্ট তুলতে গেলে বারবার তার ওপর চড়াও করা হয়েছিল বলে জানান তিনি। তিনি আরও বলেন, জেলের সেলে একসহযাত্রীকে হামাসের সমর্থক দাবি করে গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছিল। অন্য দুজন সহযাত্রীর ওপর মেশিনগানের ব্যারেল...