আব্বাস উদ্দিনের কালজয়ী গান ওকি গাড়িয়াল ভাই ... হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে ...। সেই হারিয়ে যাওয়া বন্দরের ঐতিহ্য ফেরানোর চেষ্টার পালে হাওয়া লেগেছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় গতিহীন ছিল ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদীবন্দর নির্মাণ’ প্রকল্প। শুধু ভূমি অধিগ্রহণেই কেটে যায় ৪ বছর। তবে অন্তর্বর্তী সরকার প্রথম সংশোধনীর মাধ্যমে প্রকল্পের গতি ফিরিয়ে এনেছে। কেটে গেছে ভূমি অধিগ্রহণসহ অন্যান্য জটিলতা। চলছে বিভিন্ন ভবন নির্মাণ কাজ। পাশাপাশি নদীর তীর রক্ষাসহ প্যাসেঞ্জার টার্মিনাল তৈরির কাজও চলছে জোরেশোরে। তবে এখন অধিগ্রহণ করা জমি থেকে বসবাসকারীদের উচ্ছেদ করাই হলো বড় চ্যালেঞ্জ। এটি সঠিকভাবে করা গেলে নির্ধারিত মেয়াদের আগেই প্রকল্পটি শেষ করা সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের। জানতে চাইলে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ মোল্লা যুগান্তরকে...