১২ অক্টোবর ২০২৫, ০৫:২৩ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৫:২৩ এএম দুর্ঘটনায় দিয়েগো জোটা মারা যাওয়ার পর ঘরের মাঠে পর্তুগালে শনিবার প্রথমবারের মত মাঠে নামে। আক্রমণের ফুলঝরি ছুটিয়ে একের পর এক সুযোগ তৈরি করলেও গোল মিলছিল না। এর মধ্যেই পেনাল্টি পেল পর্তুগাল, কিন্তু সবাইকে অবাক করে রোনালদোর স্পটকিক ঠেকিয়ে দিলেন আয়ারল্যান্ডের গোলরক্ষক কোইমহিন কেলেহার। ম্যাচের ফল যখন নিশ্চিত ড্র মনে হচ্ছিল, তখন জ্বলে উঠলেন রুবেন নেভেস।যোগ করা সময়ে ডেডলক ভাঙলেন বন্ধু জোটার জার্সি গায়ে চাপিয়ে খেলতে নামা আল হিলালের মিডফিল্ডার।রিপাবলিক অব আয়ারল্যান্ডের জমাট রক্ষণ ভেঙে জয়ের আনন্দে ভাসল পর্তুগাল। লিসবনে শনিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। টানা তিন জয়ে বিশ্বকাপের টিকেট পাওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল দলটি। প্রায় ৭০ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য...