১২ অক্টোবর ২০২৫, ০৫:১৪ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৫:১৪ এএম গাজায় দুই বছর ধরে চালানো নারকীয় গণহত্যার ইসরায়লেকে অন্যন্য জায়াগার মতো ক্রীড়াঙ্গনেও বয়কটের আহবান দীর্ঘদিনের।ফলে দেশটি ফুটবলে মাঠে নামলেই স্বাধীন ফিলিস্তিনের স্লোগান উঠে দর্শক সারিতে।ব্যাতিক্রম হয়নি শনিবার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও।অসলোর উল্লেভাল স্তাদিওনে উপস্থিত দর্শকরা মাঠ মুখোরিত করেছিলে 'ফি প্যালেসটাইন' স্লোগানে। আর মাঠের লড়াইয়েও আর্লিং হল্যান্ডদের সামনে সুবিধা করতে পারেনি ইসরায়েল।এই সিটি তারকার হ্যাটট্রিকে অসলোয় শনিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে নরওয়ে। তাদের অন্য দুটি গোল প্রতিপক্ষের আত্মঘাতী। এই জয়ের পর ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান সুসংহত করলো নরওয়ে। দ্বিতীয় স্থানে থাকা ইতালির সংগ্রহ ৪ ম্যাচে ১২ পয়েন্ট। শেষ দুই ম্যাচে নরওয়ে আর ৪ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই আগামী বছর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের...