তামিম ইকবাল একবার বলেছিলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল সংখ্যা কমিয়ে পাঁচে নামিয়ে আনতে, সর্বোচ্চ ছয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়াতে ক্রিকেট প্রশাসনে আর আসা হয়নি তামিমের, তবে পূরণ হয়েছে তার ইচ্ছা। দল কমে আসছে বিপিএলে। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে। ‘বিপিএল একটা পেইন’, কথাটা বলেছিলেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। এই বিপিএল কেলেংকারিতেই চেয়ার নড়ে যায় ফারুক আহমেদের, দূর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানের কর্মকা- প্রতিনিয়ত বিতর্কিত করেছে বিপিএলকে। সেই বিপিএলকে তাই এবার বিদেশি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের শেকল পড়াতে চায় বিসিবি। অনেক জলঘোলার পর আইপিএল চালানো প্রতিষ্ঠান আইএমজি’র সঙ্গে চুক্তি সই হওয়ার অপেক্ষায়। মিঠু জানিয়েছেন, ‘আইএমজির সঙ্গে কিন্তু কথা এগিয়ে যাচ্ছে, অনেক জায়গা দেখলাম কাগজে যে আইএমজি আমাদের সাহায্য করতে উৎসাহী...