চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বটতলী রুস্তমহাট বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারের রাস্তাঘাট ও গলিপথে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাজারের ব্যবসায়ী, ভোক্তাসহ স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশন ও ময়লা আবর্জনা অপসারণের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, ব্যস্ত এই বাজারের মধ্য দিয়ে গেছে শাহ্ মোহছেন আউলিয়া সড়ক। এই সড়কের কোনো পাশে নালা নেই। ফলে সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। সম্প্রতি মোহছেন আউলিয়ার মাজারের সামনে ও বাজারের মাঝখানে সড়কের ১১৪ মিটার অংশ দুই ফুট উঁচু করে আরসিসি ঢালাইয়ের কাজ করেছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। এতে স্বর্ণগলির সামনের সড়কে পানি জমে থাকায় বিঘিœত হয় যান ও পথচারীদের চলাচল। এই সড়কে পানি জমে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি...