মাগুরায় সদরের আলোকদিয়া এলাকায় অটো রাইস মিলের বয়লারে কেমিকেল ঢালার সময়ে তা উপচে পড়ে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আমেনা অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন, মোহাম্মদ শিপন, সবুজ, শাহিন হোসেন, অনুকূল ও রেজওয়ান। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান আহমেদ জানান, আহতরা গুরুতর দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সহকর্মী শ্রমিক জুয়েল শেখ বলেন, মিলে ব্যবহৃত কেমিকেল মাঝেমধ্যেই পরিবর্তন করতে হয়। শনিবার দুপুরে বয়লারে কেমিকেল ঢালার সময় তা হঠাৎ উপচে গিয়ে...