১ লাখ ৭৩ হাজার টাকা বিলের মধ্যে ৪০ হাজার টাকা জোগাড় করতে পেরেছিল মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। তাতেও হাসপাতাল কর্তৃপক্ষ লাশ ছাড়তে রাজি হয়নি। গত শুক্রবার রাতে ফেসবুকে এ ধরনের একটি হৃদয়বিদারক পোস্ট দেখে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। ১৪ ঘণ্টা লাশ আটকে রাখার পরে তার হস্তক্ষেপে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসের পাশে অবস্থিত বেসরকারি বিএনকে হাসপাতালে গত শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজবাড়ীর কালুখালি উপজেলার মাঝপাড়া গ্রামের রিংকু শরীফের মেয়ে পিংকি শরীফ। হাসপাতাল কর্তৃপক্ষ লাশ আটকে রেখে ১ লাখ ৭৩ হাজার টাকা বিল দাবি করে। তার অসহায় বাবা রিংকু শরীফ আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে মাত্র ৪০ হাজার টাকা জোগাড় করে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান লাশটি...