মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার ওভারব্রিজটা মিনি মার্কেটে পরিণত হয়েছে। এর দুই পাশে হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন হকাররা। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন ওভারব্রিজ ব্যবহারকারী সাধারণ মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, মিয়াজী মার্কেটের সামনে থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই দেখা যায় একটা কাপড়ের দোকান, যা ওভারব্রিজের প্রস্থের অর্ধেকেরও বেশি জায়গা দখল করে আছে। তারপর থেকে পর্যায়ক্রমে ব্যাগের দোকান, শিশুদের খেলনার দোকান, ফলের দোকান, সবজির দোকানসহ বিভিন্ন পণ্যের ১০-১২টা দোকান। এসব দোকানে আবার ক্রেতাদের জটলা। একপাশ দিয়ে মানুষ ঠেলাঠেলি করে যাতায়াত করছেন। অনেক সময় হকারদের হাঁক-ডাকের কারণে বিড়ম্বনায় পড়ছে চলাচলরত নারী-পুরুষ। এ সময় কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আফসানা বলেন, ‘আমরা নিয়মিত ওভারব্রিজের ওপর দিয়ে চলাফেরা করি। অনেক সময় দোকানগুলোয় জটলা থাকে। তাই চলাচলে বিঘœ সৃষ্টি হয়।’...