গরুর অন্যতম প্রধান খাদ্য খড় ও ঘাস। রংপুরের পীরগঞ্জ উপজেলায় এসব গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় খড়ের দাম এখন দ্বিগুণেরও বেশি। এ ছাড়া বৃষ্টির কারণে ঘাসের দামও বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খামারি এবং গরু পালনকারী কৃষকরা। উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি আঁটি শুকনো খড় বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। কাঁচা খড় প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকা দরে। কেজিপ্রতি খড় বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকায়। এ ছাড়া এক বান্ডিল (১২ আঁটি) ঘাস বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা দরে। তাই গো-খাদ্য নিয়ে চরম দুশ্চিন্তায় খামারি ও কৃষকরা। বিক্রেতারা বলছেন, গত ইরি-বোরো মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারণে ধান ও খড় সময়মতো ঘরে তোলা সম্ভব হয়নি। বৃষ্টির পানিতে খড় পচে নষ্ট হয়েছে। ফলে সে সময়...