ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসকী গ্রামে হৃদয়বিদারক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অনলাইন জুয়ায় আসক্ত এক ছেলে নিজের মা-বাবাকে হত্যা করে শোবার ঘরেই মাটিচাপা দিয়েছে। পুলিশ জানায়, নিহতরা হলেন স্থানীয় কৃষক মোহাম্মদ আলী ও তার স্ত্রী বানোয়ারা বেগম। অভিযুক্ত ছেলে রাজু দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রায়ই বাবা-মার সঙ্গে তার ঝগড়া হতো। প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার দুপুরে প্রথমে মাকে গলা টিপে হত্যা করে রাজু। পরে রাতে বাবা বাড়ি ফিরলে কুড়াল দিয়ে কুপিয়ে তাকেও হত্যা করে। এরপর নিজের শোবার ঘরের বিছানার পাশে দুটি মরদেহ মাটিচাপা দেয় সে। স্বজনরা কয়েকদিন ধরে মোহাম্মদ আলী ও তার স্ত্রীর খোঁজ না পেয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে রাজুকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে এবং নিজেই পুলিশকে দেখিয়ে দেয়...