অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার সেন্টারে আয়োজিত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের নীতিমালা পর্যালোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। নৌ-পরিবহণ উপদেষ্টা বলেন, ‘আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেতে চাই, সেটার অঙ্গীকার অন্তর্বর্তী সরকারের। আমরা মানুষকে বলতে চাই, বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে। এ নির্বাচনে কোন পার্টি আসলো, না আসলো ওটা আমাদের দেখার ব্যাপার না। সেটা নির্বাচন কমিশন (ইসি) দেখবে। আমাদের (সরকারের) কোনো পার্টি নেই। আমরা কোনো পার্টিকে পৃষ্ঠপোষকতা করি না। ব্যক্তিগতভাবে অন্তত আমি এটা বলতে পারি। ড. সাখাওয়াত...