সোমবার সকাল ১০টার দিকে মার্কেটের গেট খুলে দেন প্রহরী। ঠিক সেই সময় ভেতর থেকে তিনজন একে একে বেরিয়ে যান। অল্প কিছু সময় পরই জানা যায়, লিলি জুয়েলার্স নামের দোকানের দেয়াল কেটে ভিতরে ঢুকে স্বর্ণ ও নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে তারা। লিলি জুয়েলার্সের মালিক বলেন, “রবিবার রাতে দোকান বন্ধ করে যাই। পরদিন সকালে এসে দেখি দোকানের দেয়াল কাটা আর সব স্বর্ণ গায়েব। দোকানের ভেতরে কিছুই অবশিষ্ট নেই।” ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, পাশের একটি দোকান থেকে দেয়াল কেটে ভিতরে প্রবেশ করেছিল চোরেরা। তদন্তে জানা গেছে, প্রায় দুই মাস আগে অনলাইনে ড্রেস বিক্রির কথা বলে ওই দোকানটি ভাড়া নেয় তারা। এরপর থেকেই পাশের স্বর্ণের দোকানটির দিকে নজর রাখছিল চক্রটি। চুরি করার পর নিজেদের অপরাধ ঢাকতে সিসিটিভির ডিভাইসও নিয়ে যায়...