পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর লংমার্চ ও পথসভায় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, “আজকের পর থেকে কোনো প্রতিষ্ঠান যদি রাজনৈতিক পক্ষপাতিত্ব করে, সেই প্রতিষ্ঠান পঞ্চগড়ে থাকবে না।” শনিবার (১১ অক্টোবর) রাতে জেলা পঞ্চগড়ে অনুষ্ঠিত ১৬০ কিলোমিটার দীর্ঘ লংমার্চের সময় তিনি চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন। সেইসঙ্গে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত সেনা অফিসার ও জেনারেলদের বিচারের দাবি জানান। সারজিস আলম বলেন, “সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধার সঙ্গে দেখি। কিন্তু যারা শেখ হাসিনার সময়ে নির্যাতন ও হত্যাকাণ্ডে জড়িত, তাদের বিচার না হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্মান কলুষিত হবে। সেনাবাহিনী যেন বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করে।” তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের...