একজন সৃজনশীল লেখক ও মননশীল গবেষক প্রমথনাথ বিশীর একই সঙ্গে একাধারে নাট্যকার, সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ হিসাবেও খ্যাতি রয়েছে। প্রমথনাথ বিশী ১৯০১ খ্রিষ্টাব্দের ১১ জুন বড়াইগ্রামের জোয়াড়ী গ্রামে বিশী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নলিনীনাথ বিশী। প্রমথনাথ বিশীর শিক্ষাজীবন শুরু ১৯১০ খ্রিষ্টাব্দে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে। সেখানে তিনি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন। রবীন্দ্রনাথের কাছে তিনি অভিনয় শেখেন এবং পরে তার লেখা কয়েকটি যাত্রাপালা শান্তিনিকেতনে অভিনীতও হয়। তিনি ১৯১৯ খ্রিস্টাব্দে শান্তিনিকেতন থেকে ম্যাট্রিক এবং ১৯২৭ খ্রিষ্টাব্দে প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২৯ খ্রিষ্টাব্দে তিনি রাজশাহী কলেজ থেকে ইংরেজিতে অনার্সসহ বিএ এবং ১৯৩২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএ ডিগ্রি লাভ করেন। রামতনু লাহিড়ী গবেষণা বৃত্তি নিয়ে গবেষণা করার পর ১৯৩৬ খ্রিষ্টাব্দে তিনি রিপন...