রাজনৈতিক নেতা বা অন্য কোনো প্রভাবশালী তদবির করলে অবৈধ সিসা বার খুলতে দেওয়া হবে না। এছাড়া কোথাও সিসা বার চালুর চেষ্টা করা হলেই অভিযান চালানো হবে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা বাহিনীকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ‘অবৈধ সিসা বার চালাতে প্রভাবশালীদের চাপ’ শিরোনামে শনিবার যুগান্তরে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে বিকালেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র জানায়, সিসা বারগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী নিজেই সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সঙ্গে কথা বলেন। শনিবার বিকাল সাড়ে ৩টায় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করেন। তিনি অবৈধ সিসা বারগুলোর বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানতে চান। কোনো প্রতিষ্ঠান চালু থাকলে অবিলম্বে অভিযান...