অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে। তিনি বলেন, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর (ডিজিএফআই) বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেয়নি সরকার। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, আমাকে উদ্ধৃত করে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, বর্তমানে অতিরিক্ত কোনো সামরিক সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই। জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। তার মতে, এসব বিভ্রান্তিকর গুজবের উদ্দেশ্য হলো সাধারণ জনগণ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করা। এই অপপ্রচার দেশের স্থিতিশীলতা...