চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেছেন, ক্ষমতায় কে বসবে, সেই ভাবনায় কাজের প্রবণতা দেখা যাচ্ছে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে। এটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে। শনিবার নগরীর লোকপ্রশাসন কেন্দ্রে নির্বাচন নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। ডিআইজি পলাশ বলেন, এটা মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে না। মানুষ চায়, আমরা কোনো দলের নই, কোনো মতের নই, কোনো আদর্শের নই। আমরা দলদাস না, আমরা হচ্ছি জনদাস। আমরা জনদাস হয়ে দায়িত্ব পালন করতে চাই। এসব ক্ষেত্রে দলপতি যেদিকে যান, পেছনের লোকেরাও সেদিকে যান। এসব ‘দলদাসকে’ আলাদা করে নির্বাচনি দায়িত্ব পালন থেকে দূরে রাখা যায় কি না, তা বিবেচনা করতে প্রধান...