চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৯৮৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছাত্রশিবির দুই দশক এবং ছাত্রলীগ প্রায় দেড় দশক একক আধিপত্য বিস্তার করেছে ক্যাম্পাসে। এই সময়ে চবিতে অন্তত ২১টি খুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার কোনোটিরই বিচার হয়নি। হত্যাকাণ্ডের পর ঘটিত তদন্ত কমিটির প্রতিবেদনও বেশির ভাগ ক্ষেত্রে আলোর মুখ দেখেনি। আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এসবের হিসাব কষছেন সাধারণ শিক্ষার্থীরা। অতীতে কোন ছাত্র সংগঠনের কেমন ভূমিকা ছিল, সেটি বোঝার চেষ্টা করছেন তারা। নিজেদের সরকার ক্ষমতায় থাকাকালে ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল এবং ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্যাম্পাসে ছাত্রদল থাকলেও আধিপত্য বিস্তারে তাদের মরিয়া হয়ে ওঠা কিংবা ক্যাম্পাসে রক্ত ঝরানোর ইতিহাস তেমন একটা নেই। আর সেই ইতিহাসের প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীরা ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের দিকেই ঝুঁকতে পারেন বলে...