বগুড়ার ধুনটে গ্রাম্য সালিশে বিচার মনঃপূত না হওয়ায় ক্ষতিগ্রস্তরা ক্ষুব্ধ হয়ে রহমত আলী তালুকদার (৪৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী শুক্রবার রাতে ধুনট থানায় ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ রাতেই দুজনকে গ্রেফতার করেছে। তবে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, এক গৃহবধূর ঘরে ঢোকায় ওই ব্যক্তিকে স্বজনরা মারধর করে। পরে তিনি হাসপাতালে মারা যান। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে এজাহারে সালিশের কথা উল্লেখ করা হয়েছে। মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, রহমত আলী ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রয়াত ফরহাদ হোসেনের ছেলে। তিনি গোবিন্দপুর বাজারে ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন। পাশাপাশি তিনি গ্রামে সামাজিক বিরোধও মীমাংসা করতেন। একই গ্রামের মৃত আবদুল জোব্বারের ছেলে জুয়েল শেখের সঙ্গে জমি নিয়ে প্রতিপক্ষের বিরোধ হয়। এ ঘটনার সালিশ...