গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ভোরবেলা ফিরেই বরেণ্য এ কথাসাহিত্যিককে শ্রদ্ধা জানাতে যান আলোকচিত্রী শহিদুল আলম। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সৈয়দ মনজুরুল ইসলাম সবসময় ছিলেন পাঠশালার একজন সহযোগী ও পরামর্শক, তাকে হারিয়ে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল ভাই।’ বৃষ্টি মাথায় নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন শিল্পী মনিরুল ইসলাম, গণমাধ্যমব্যক্তিত্ব ও সৈয়দ মনজুরুল ইসলামের দীর্ঘদিনের বন্ধু খ.ম হারূন, লেখক সাংবাদিক জাহীদ রেজা নূর, আলোকচিত্রী আককাস মাহমুদ, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, সুমন রহমান, আফসানা বেগম, মাহবুব মোর্শেদ, মোজাফফর হোসেন, কিযী তাহনীন, লেখক ও অনুবাদক শাহীন খান, আবদুল্লাহ নাসের, কবি আলফ্রেড খোকন, সাজ্জাদ শরিফ, মোস্তাফিজ শফি, নিশাত সুলতানা পূরবী, শামীম রেজা, জাহানারা পারভীন, রেজাউদ্দিন স্টালিন, মোহন রায়হান-সহ অনেকেই। শ্রদ্ধা জানিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীকে। লেখক সাহিত্যিকরা ছোট ছোট জটলা...