বাংলাদেশ অংশেও সাগরের নাম বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গেও বঙ্গোপসাগর। এ সাগরে সবচেয়ে চাহিদার মাছের ও এক নাম; ইলিশ। কিন্তু ইলিশ শিকারের নিষেধাজ্ঞায় ভিন্নতা! এক সাগরে দুই নিয়ম। বাংলাদেশ ইশিল শিকারে নিষেধাজ্ঞা ২২ দিন, ভারতের পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা ১১ দিন। আজ রবিবার পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গের জেলেরা আজ থেকে নেমে পড়বেন জাল-নৌকা নিয়ে। এমন অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশ উপকূলের জেলেরা। তারা বলছেন, বাংলাদেশের জেলেদের আরও কয়েক দিন হাত গুটিয়ে বসে থাকতে হবে। কিন্তু প্রতিবেশী দেশের জেলেরা মাছ ধরবেন। জেলেরা বলছেন, দুই রকমের নিয়মের প্রভাব পড়বে ইলিশের উৎপাদনেও। এখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলছে। এ সময় সাগরের নোনা পানি থেকে নদীর মিঠা পানিতে এসে ডিম ছাড়ে মা ইলিশ। ডিম ছেড়ে সাগরেই ফিরে যায়। এ প্রজননচক্র যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্যই সাগর, নদী ও...