সদরঘাট থানার ওসি মো. আবদুর রহিম জানান, জিপিএইচ ইস্পাত লিমিটেডের আমদানি করা কাঁচামাল স্ক্র্যাপ (পরিত্যক্ত লোহা) বহনের জন্য দুটি আলাদা ট্রাক নিয়ে জেটিগেটের সামনে অপেক্ষায় ছিলেন সজীব ও ইউসুফ। এ সময় জেটিতে প্রবেশের সিরিয়াল আগে পাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এর মধ্যেই ইউসুফ...