জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, চোর, ডাকাত, চাঁদাবাজদের যারা নির্বাচিত করতে পারবে না, তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছেন। তিনি গতকাল শনিবার সকাল ৯টায় খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে ও বিকেলে কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন কীভাবে হবে তা নির্ধারণে গণভোট নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণ যদি পিআরের পক্ষে ভোট না দেয়, জামায়াত সেই রায় মেনে নেবে। গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন হয়নি। একটি দলকে খুশি করতে প্রশাসন তাদের দিকে ঝুঁকে পড়েছে। প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ করতে হবে। তিনি বলেন, ৫৪ বছরের ইতিহাসে অনেক শাসন আমরা দেখেছি। এখন দেশের মানুষ জামায়াতকে...