দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ৬ দিনের সফরে ভারতে এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর শুক্রবার দিল্লির আফগান দূতাবাসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। ওই সংবাদ সম্মেলনে হাতেগোনা কয়েকজন সাংবাদিককে দেখা গেলেও, দেখা যায়নি কোনো নারী সাংবাদিককে। অভিযোগ উঠেছে, আফগান দূতাবাস থেকে নারী সাংবাদিকদের প্রবেশের অনুমতি মেলেনি। এ নিয়ে ভারত জুড়ে চলছে তোলপাড়। নারী সাংবাদিকদের অনুপস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘নারীদের জন্য অপমানজনক’ বলে অভিহিত করে সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। তারা এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার অবস্থান স্পষ্ট করার জন্য আহ্বান জানিয়েছেন। বিতর্কের মুখে গতকাল শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ব্যাপারে তাদের কোনো হাত নেই। বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানটি আফগান দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে এবং...