শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকার একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করতে চাই। কোন দল আসলো না আসলো, সেটা আমাদের বিষয় না। আমরা একটা ভালো নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাই এটা আমাদের অঙ্গীকার। বাকি দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। ইসি যেভাবে চাইবে, সরকার সেভাবে সহায়তা দেবে। গতকাল শনিবার নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালা ২০২৫ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার সেন্টারে এ সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। উপদেষ্টা বলেন, ২০০৮ সালের পর বহু ভোটার ভোট দিতে পারেননি। অনেকের বয়স ৩০ হয়ে গেছে, তারা ভোট দিতে পারেননি। অনেক তরুণ জানে না ভোট...