বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন তার মধ্যে সংস্কারের সবকিছুই বিদ্যমান রয়েছে। একটি দল অপপ্রচার চালাচ্ছে বিশেষ করে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তারা বলছে বিএনপি সংস্কার মানে না। আসলে বিএনপি সংস্কারের জন্মদাতা। সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের পতনের পরে যখন বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন সেই দায়িত্ব পাওয়ার পরে তিনি একদলীয় শাসনব্যবস্থা থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি গতকাল শনিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম ও হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা...